Rajasthan \'মর্দো কা প্রদেশ\' বলেই ধর্ষণে এক নম্বর, মন্তব্য কংগ্রেস মন্ত্রীর

2022-03-10 3

রাজস্থান \'মর্দো কা প্রদেশ\'। তাই এই রাজ্য ধর্ষণে এক নম্বর। এমনই মন্তব্য করলেন রাজস্থান মন্ত্রিসভার সদস্য শান্তকুমার ধারিওয়াল। তাও আবার বিধানসভায়  দাঁড়িয়ে এই ধরণের মন্তব্য করেন রাজস্থানের মন্ত্রী। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোরদার আলোচনা, সমালোচনা শুরু হয়ে যায়।

Videos similaires